অবশেষে ডেবরার টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদী পারাপারের জন্য তৈরি হলো বাঁশের সাঁকো

author-image
Harmeet
New Update
অবশেষে ডেবরার টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদী পারাপারের জন্য তৈরি হলো বাঁশের সাঁকো

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ  মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ায় হড়পা বান এসেছিল ডেবরার কাঁসাই নদীতে। আর সেই হড়পা বানের ফলে ভেঙে গিয়েছিল বাঁশের সাঁকো। তারপর ক'দিন এই নদী পারাপারের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছিল। প্রশাসনিক উদ্যোগে নামানো হয়েছিল নৌকো। অবশেষে বাঁশের সাঁকো তৈরী হতে সমস্যার সমাধান হলো নিত্য যাত্রীদের। বাঁশের সাঁকো দিয়ে মানুষজন যাতাযাত করছে। তবে ব্রীজের দাবিতে অনড় এলাকাবাসী।