পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল "সংযোগ ও সমাধান" কর্মসূচি

author-image
Harmeet
New Update
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল "সংযোগ ও সমাধান" কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ রাজ্য সরকারের অন্যতম সফল কর্মসূচি দুয়ারে সরকার। তারপর শুরু হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান। এবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল পাড়ায় যাবে পুলিশ। সেখানে নির্ধারিত সময়ে বসবে পুলিশ, শুনবে সাধারন মানুষের অভিযোগ। এমনকি নেওয়া হবে জিডিও। এই কর্মসূচির জন্য অত্যন্ত গ্রামীন এলাকার পাড়াগুলোকে বেছে নেওয়া হয়েছে। অত্যন্ত গ্রামীন এলাকার মানুষজন যারা থানা যেতে পারে না, বা থানা যেতে অনেকটা সময় লাগে, পুলিশকে অভিযোগ জানাতে ভয় হয়, সেই বিষয়গুলোর সমাধানে এই কর্মসূচি। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "সংযোগ ও সমাধান"। গত ক'দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা,সবং,ডেবরা,কেশপুর সহ বিভিন্ন থানা এলাকার অত্যন্ত গ্রামীন এলাকায় এই কর্মসূচি চলছে। পিংলার পিন্ডরুই বাজার,ডেবরার পাটনাও তুড়িয়া,সবংয়ের মালপাড়, কেশপুরের কয়েকটি জায়গায় এই কর্মসূচি চলছে। এই কর্মসূচির ফলে খুশি এলাকার সাধারন মানুষ। তারা পুলিশকে হাতের কাছে পেয়ে অভিযোগ জানাচ্ছে, সমাধানও হচ্ছে দ্রুত।