জলপাইগুড়ি থেকে কলকাতাগামী বিলাসবহুল বাস থেকে উদ্ধার বহুমূল্য সেগুন কাঠ

author-image
Harmeet
New Update
জলপাইগুড়ি থেকে কলকাতাগামী বিলাসবহুল বাস থেকে উদ্ধার বহুমূল্য সেগুন কাঠ

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ি থেকে কলকাতাগামী বিলাসবহুল বাস থেকে উদ্ধার হল বহুমূল্য সেগুন কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও বন দফতর যৌথভাবে অভিযান চালিয়ে ধূপগুড়ির ঝুমুর এলাকায় একটি কলকাতাগামী বাস থেকে বিপুল সংখ্যক সেগুন কাঠ উদ্ধার করে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফালাকাটা থেকে কাঠগুলো সাদা বস্তার মধ্যে প্যাকিং করে দূরপাল্লার বিলাসবহুল বাসে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ধুপগুড়ির ঝুমুর ওভারব্রিজ সংলগ্ন একটি ধাবার সামনে বাসটিকে দাঁড় করায় পুলিশ ও বন দফতরের কর্মীরা। উদ্ধার হওয়া সেগুন কাঠগুলোর বৈধ কাগজপত্র রয়েছে কি না তা খতিয়ে দেখেন বনদফতরের আধিকারিকরা। পাশাপাশি কাঠগুলোর মূল্য কত হবে সেটাও খতিয়ে দেখছেন তাঁরা। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে এবং গাড়িটিকে নিয়ে যাওয়া হয় মরাঘাট রেঞ্জের গয়েরকাটাতে।