নিজস্ব সংবাদদাতাঃ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে কাল ও পরশু ভারী বৃষ্টিপাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূ্র্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা-সহ আট জেলায় ঝাঁপিয়ে বৃষ্টি নামছে আগামী ১-২ ঘণ্টার মধ্যেই। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলাতে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রয়েছে। সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। রয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলও। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ শিবির। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।