নিজস্ব প্রতিনিধি -মঙ্গলবার শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেছেন,যে মানুষেরা সরকারি সম্পত্তির ক্ষতি করবে বা যারা কারুর জীবনে ঝুঁকি ফেলে তাদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।ইতিমধ্যে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষ নাগরিকদের বিরুদ্ধে "সহিংসতা ও প্রতিশোধমূলক কাজ" বন্ধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এবং জাতির মুখোমুখি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন, এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকক্ষের সমর্থকরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর হামলার পর। নজিরবিহীন সহিংসতায় মৃতের সংখ্যা আটজনে পৌঁছেছে।কলম্বো এবং সেই দেশের অন্যান্য অংশে সহিংসতায় প্রায় ২৫০ জন আহত হয়েছে।