নিজস্ব সংবাদদাতা : কিয়েভে গ্রীক দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করবে বলে মঙ্গলবার ঘোষণা করলো গ্রীসের বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের দূতাবাস শুধুমাত্র মূল কর্মীদের নিয়েই কাজ করবে।মারিউপোলে গ্রিসের কনসাল জেনারেল ছিলেন মানোলিস অ্যান্ড্রোলাকিস, ইউক্রেনের রাজধানীতে দূতাবাসের প্রধান নিযুক্ত হয়েছেন। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের পরিকল্পিত পুনঃখোলার ঘোষণার মধ্যে এই পুনঃখোলা সর্বশেষতম। রবিবার, ইউক্রেনে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টিনা কেভিয়েন এবং একদল মার্কিন কূটনীতিক ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো কিয়েভের দূতাবাসে ফিরে আসেন।