নিজস্ব সংবাদদাতাঃ শর্মিলা ঠাকুর, বলিউড এবং টলিউডের এক প্রখ্যাত নায়িকা। তার কামব্যাক ঘটছে দীর্ঘ ১১ বছর পর। শেষ ছবি ছিল ২০১১ সালের '' ব্রেক কে বাদ''। জানা গিয়েছে, ''গুলমোহর'' নামের এক ফ্যামিলি ড্রামায় তাঁকে দেখা যাবে। এটিতে তার সাথে রয়েছেন মনোজ বাজপায়ী, আমোল পালেকর, 'লাইফ অব পাই' খ্যাত সূরজ শর্মা এবং আরও অনেকে। এটির পরিচালনা করেছেন রাহুল চিত্তেল্লা। ইতিমধ্যেই ছবির শুটিং'ও শেষ হয়ে গিয়েছে। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এটি। ছবিটি মুক্তি পাবে আগস্ট মাসে।
ছবিটি বাত্রা পরিবারকে কেন্দ্র করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এক বাড়িতে বাস তাঁদের। সেই বাড়ি থেকেই এবার চলে যাওয়ার পালা তাঁদের। তারপর কী হয় তা নিয়েই ছবি। ছবির মধ্যে যুক্ত হয়েছে ব্যক্তিগত নানা চাওয়া-পাওয়া, গোপন কথা জানাজানি হওয়ার মতো ঘটনা। শর্মিলা ঠাকুর তার এই 'কামব্যাক' নিয়ে খুবই খুশি। তিনি এই প্রসঙ্গে বলেন, '' “অনেক বছর পর আবার ফিল্ম সেটের সেই চেনা পরিবেশে ফেরত এসে আমি খুশি। আমায় গুলমোহরের গল্প শোনানোর প্রায় মুহূর্তেই রাজি হয়ে গিয়েছিলাম। অত্যন্ত সুন্দর একটা গল্প। এক পরিবারের গল্প। আমি জানি সবার খুব ভাল লাগবে।” অভিনেত্রীর 'কামব্যাক' দর্শকদের মন কাড়তে পারে কিনা তা জানতে দেখতেই হবে ''গুলমোহর''।