নিজস্ব প্রতিনিধি -বুধবার থেকে কলকাতায় শুটিং শুরু করবেন অভিনেত্রী করিশ্মা কপূর।এদিকে আজই পশ্চিমবঙ্গে পৌঁছেছেন করিনা কপূরও।অভিনেত্রী করিনা মুম্বই থেকে উত্তরবঙ্গে তথা বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেন।সেখানেই পরিচালক সুজয় ঘোষের ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী।অন্যদিকে করিশ্মা নেটফ্লিক্সের নতুন প্রজেক্ট ব্রাউনের জন্য বুধবার থেকে কলকাতায় শুটিং শুরু করবেন।এই প্রজেক্টে অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে যীশু সেনগুপ্ত কেও। ৫০ দিন ধরে চলবে এই ছবির শুটিং।