"ত্রিপুরার মানুষকে আর বোকা বানানো যাবেনা" -বিপ্লব কুমার দেব

author-image
Harmeet
New Update
"ত্রিপুরার মানুষকে আর বোকা বানানো যাবেনা" -বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি -আজ ত্রিপুরার মোহনপুরে এক সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভাষণ রাখতে গিয়ে বলেন,"ত্রিপুরার মানুষকে আর বোকা বানানো যাবেনা অনেক হয়েছে। আমি ত্রিপুরার মানুষের মাথা নত হতে দেবো না কোনোদিন।আজ কেরোসিনের দাম বৃদ্ধি হওয়ায় মানুষ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারে আগে এই সুযোগ ছিল না।এমন ধরনের সরকার ছিল আগে।" তিনি আরও যোগ করে বলেন, "আগে কর্মচারীদের বাধ্য করে মিছিলে হাঁটানো হতো। ৪০ বছরে ৪ লাখ ভাতাধারী সৃষ্টি করে ৩০০, ৫০০, ৭০০ টাকা ভাতা দিত আমরা একযোগে ভাতা ১ হাজার টাকা করেছি এবং দুর্গাপূজার আগে সেটাকে ২ হাজার টাকা করা হবে।হোম গার্ডের বেতন ৬ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার করা হয়েছে। প্রায় ১০০০ বিজ্ঞান শিক্ষককে নীয়মিত করা হয়েছে। আমরা ধাপ্পাবাজি করি না তাই টি এস আর জোয়ানদের চাকরির বয়স সীমা একযোগে ৩ বছর বৃদ্ধি করেছি।"