হরি ঘোষ, দুর্গাপুর: অক্সিজেনের সঙ্কট মেটাতে অভিনব উদ্যোগ। এতদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিজস্ব কোনো অক্সিজেন প্লান্ট ছিল না। আর এর জন্য টেন্ডার মারফত বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার এনে পরিস্থিতি মোকাবিলা করা হতো। করোনা আবহে এই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছিল।অক্সিজেন সিলিন্ডারের অভাবে মারণ ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছিল অনেকের।
অসহায় এই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে তৈরী হতে চলেছে নিজস্ব অক্সিজেন প্লান্ট। কেন্দ্রীয়ভাবে একটি ইউনিট থেকে অক্সিজেন সরবরাহ হবে পাইপ লাইনের মাধ্যমে। শুধু করোনা ওয়ার্ডের জন্য নয়,শিশুদের নিওনেটাল ইউনিট,সিসিইউ ইউনিট সহ জরুরী আরো অনেক বিভাগে একটা ইউনিট থেকেই হবে এই অক্সিজেন সরবরাহ।