মেছুয়া বাজার অগ্নিকাণ্ডে এবার ঘটনাস্থলে খোদ মুখ্যমন্ত্রী
হঠাৎ ভূ-স্বর্গে NIA-র DG, কিছু একটা হতে চলেছে কি!
Breaking : দাবানলের গ্রাসে জেরুজালেম, আগুন ছড়াচ্ছে শহরের দিকে
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Breaking : মেছুয়া বাজারের 'ঋতুরাজ' হোটেলের মালিক ও ম্যানেজার গ্রেফতার
Breaking : পশ্চিম দিল্লির গাড়ির ধাক্কা থেকে বিবাদ, খালে মিলল ব্যক্তির গলা কাটা দেহ
১লা থেকে নতুন নিয়ম: ATM ফি, রেল টিকিট, এলপিজি দাম ও আরও বিভিন্ন ক্ষেত্রে বিরাট পরিবর্তন"
“নেতৃত্ব নয়, ব্যর্থতা”— ১০০ দিনের মাথায় ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগলেন কমলা হ্যারিস
অটারি থেকে পাকিস্তানে ফিরে যেতে চান ভারতীয় মহিলা, সরকারের কাছে আবেদন

অন্ডালের দীর্ঘনালা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি

author-image
Harmeet
New Update
অন্ডালের দীর্ঘনালা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি

সংবাদদাতা ,অন্ডালঃ সোমবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটলো অন্ডালের দীর্ঘনালা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতী জানালার পাশে রাখা সদর দরজার চাবি বের করে তালা খুলে বাড়ির ভেতরে ঢোকে। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির সকল সদস্যদের একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখে। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে অবাধে লুটপাট চালায় বাড়ির মধ্যে। অন্ডাল মোড় থেকে স্টেশন যাওয়ার প্রধান রাস্তার ওপর এইভাবে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে অন্ডাল থানার পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রাজমিস্ত্রিদের ব্যবহার্য কিছু যন্ত্রপাতি এবং একটি নতুন স্ক্রু ড্রাইভার। এর থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করে এমন কোনও ব্যক্তি জড়িত থাকতে পারে। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, অন্ডাল থানার অধিকারিক শান্তনু অধিকারী। কুকুরের সাহায্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই ঘটনা প্রসঙ্গে বাড়ির প্রত্যক্ষদর্শী মহিলা চন্দনা কুন্ডু বলেন, "হঠাৎ করে দরজা ভেঙ্গে দুষ্কৃতীরা ঘরে ঢুকেই সবার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক জায়গায় বন্ধ করে রাখে। তারপর অবাধে লুটপাট চালায়। আনুমানিক প্রায় ১৫ থেকে ১৬ ভরি সোনার গহনা এবং নগদ লক্ষাধিক টাকা চুরি গিয়েছে"।