'অশনি', প্রস্তুতি শুরু

author-image
Harmeet
New Update
'অশনি', প্রস্তুতি শুরু

নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলায় সকাল থেকে কখনও বৃষ্টি আবার কখনও রোদ দেখা যাচ্ছে। অশনির প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে। তবে ইতিমধ্যেই প্রশাসন ঝড় মোকাবেলার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে। লাগাতার চলছে কুইক রেসপন্স টিমের মহড়া। জনসাধারণকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ মজুত করা হয়েছে। দিঘায় পর্যটক থাকায় তাদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি আছে। জেলা এবং ব্লকগুলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। হলদিয়ায় উপকূল রক্ষীবাহিনীর তরফে সমুদ্রে মাইকিং করে মৎস্যজীবিদের সতর্ক করা হচ্ছে। এছাড়াও ঝড় মোকাবেলায় ৪ টি হোভারক্রাফ্ট, ২টি উদ্ধারকারী জাহাজ হলদিয়ায় প্রস্তুত রাখা হয়েছে। ২ টি এয়ারক্রাফ্ট কলকাতাতেও প্রস্তুত রাখা হয়েছে।