নিজস্ব প্রতিনিধি - কভিড লকডাউন কঠোর করার সঙ্গে সঙ্গে মঙ্গলবার টেসলা তার সাংহাই প্ল্যান্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।সুত্রের খবর অনুযায়ী মঙ্গলবার কারখানাটি ধারণক্ষমতার কম কাজ করছে।টেসলা প্রাক-লকডাউন স্তরে আউটপুট বাড়ানোর জন্য গত সপ্তাহের শেষের দিকে পরিকল্পনা করেছিল।এদিকে টেসলা কর্মীদের মধ্যে সংক্রমণ পাওয়া যাওয়ার পরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সুত্রের খবর।এদিকে অভ্যন্তরীণ সুত্র অনুযায়ী জানা গেছে মার্কিন অটোমেকার যন্ত্রাংশ সুরক্ষিত করার সমস্যার কারণে প্ল্যান্টে বেশিরভাগ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।