সিঙ্গাপুরকে 'বিশ্বের সবচেয়ে রিগ্রেসিভ সেন্সর' বলে অভিহিত করলেন বিবেক অগ্নিহোত্রী

author-image
Harmeet
New Update
সিঙ্গাপুরকে 'বিশ্বের সবচেয়ে রিগ্রেসিভ সেন্সর' বলে অভিহিত করলেন বিবেক অগ্নিহোত্রী

নিজস্ব প্রতিনিধি -সিঙ্গাপুর 'দ্য কাশ্মীর ফাইল' নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণার কয়েক ঘন্টা পরে,পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেন বিশ্বে 'সবচেয়ে পশ্চাদগামী' সেন্সরশিপ ব্যবস্থা রয়েছে।কংগ্রেস প্রবীণ নেতা শশী থারুর একটি সংবাদ নিবন্ধের একটি লেখা ভাগ করেছেন যা ব্যাখ্যা করেছে কেন সিঙ্গাপুর ছবিটি নিষিদ্ধ করেছে।শশী থারুর টুইটে লেখেন,"ভারতের ক্ষমতাসীন দল,দ্বারা প্রচারিত চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলস, সিঙ্গাপুরে নিষিদ্ধ।"তার টুইটের জবাবে অগ্নিহোত্রী লিখেন, "সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে পশ্চাদপসরণকারী সেন্সর।এমনকি এটি যীশু খ্রিস্টের দ্য লাস্ট টেম্পটেশন (আপনার ম্যাডামকে জিজ্ঞাসা করুন) নিষিদ্ধ করেছে।"