শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হামলার মুখে রাজাপক্ষে

author-image
Harmeet
New Update
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হামলার মুখে রাজাপক্ষে

নিজস্ব প্রতিনিধি -আজ সাত সকালেই হাজার হাজার বিক্ষোভকারী শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রধান গেটে হামলা চালায়।যার দরুন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে আজ কলম্বোতে তার সরকারি বাসভবন থেকে ভারী সশস্ত্র সৈন্যদের দ্বারা উদ্ধার করা হয়।সেখানে সেই বিক্ষোভকারীরা জোর করে 'টেম্পল ট্রিস'-এ প্রবেশ করার চেষ্টা করে,যেখানে রাজাপক্ষের পরিবার এবং তিনি নিজে আশ্রয় নিয়েছিলেন।নিরাপত্তা বাহিনী রাজাপক্ষে ও তার পরিবারকে 'টেম্পল ট্রিস' থেকে সরিয়ে দিলে পুলিশ জনতাকে দমন করতে বাতাসে কাঁদানে গ্যাস ও গুলি চালায়।এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, "প্রাক-ভোরের অভিযানের পর,সেনাবাহিনীর দ্বারা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।কমপাউন্ডে কমপক্ষে ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।"