নিজস্ব সংবাদদাতাঃ শক্তি বাড়িয়ে ক্রমশ এবার বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'অশনি'। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি দূরে রয়েছে। অশনি আজ উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে পৌঁছাবে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এদিকে এর প্রভাবে অন্ধ্র উপকূলে ইতিমধ্যে আবহাওয়ার হেরফের লক্ষ্য করা গেছে। আগামী দুদিন তেলেঙ্গানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মঙ্গলবার থেকেই ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হবে।