নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেনে যুদ্ধ নিয়ে আড়াআড়ি বিভক্ত আন্তর্জাতিক রাজনীতি। দীর্ঘ দু’মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশি দুই দেশের মধ্যে লড়াই চলছে। ইউরোপের এই যুদ্ধ শুরুর সময় থেকে যিনি সবথেকে বেশি চর্চায় থেকেছেন, তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার, রাশিয়ার বিজয় দিবস উদযাপনের মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট। রুশ সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার মাতৃভূমির জন্য লড়াই করছেন। এই লড়াই দেশের ভবিষ্যতকে সুরক্ষিত করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের যা শিখিয়েছে, সেটা যেন কেউ ভুলে না যায়।”