কুয়েতে আমিরের সমালোচনা করায় আটক এক কবি

author-image
New Update
কুয়েতে আমিরের সমালোচনা করায় আটক এক কবি

নিজস্ব প্রতিনিধি: কুয়েতের আমিরের সমালোচনা করে বিপাকে পড়েছেন দেশটির কবি জামাল আল সায়ের। তাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

কুয়েতের মানবাধিকার কর্মী ও নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এই পদক্ষেপ সরকারের স্বৈরাচারী আচরণের লক্ষণ।

সরকারের দুর্নীতি বিষয়ে বেশ কয়েক দিন ধরেই টুইটারে নানা ধরনের কবিতা পোস্ট করছিলেন জামাল। সরাসরি দেশের আমিরেরও নিন্দা করেন তিনি।

বলেন যে, কুয়েতের অসহনীয়অবস্থার জন্য আমির দায়ী ও তার সরকার সংবিধানের অবমাননাকরেছে।

সংবিধান অনুযায়ী কুয়েতের সংসদ সদস্যদের সরকার ও তার মন্ত্রীদের প্রশ্ন করার অধিকার থাকলেও দেশটির আমির, শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ এর অবস্থান এসব কিছুর ওপরে।

সোমবারে গ্রেপ্তার হবার পর থেকে কবি আল সায়ের রাষ্ট্রের হেফাজতে রয়েছেন ও আদালতে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ওঠার অপেক্ষা করছেন বলে জানান কবির পরিবারের সদস্য।

কবির বিরুদ্ধে মানহানির দুটি ধারায় মামলা দায়ের করেছে কুয়েত কর্তৃপক্ষ।