নিজস্ব সংবাদদাতাঃ অশনি ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য় তৈরি হয়েছে বঙ্গের মানুষের মধ্যে। প্রথম থেকেই রাজ্যের তরফে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই পুরসভার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা থাকলেও তা অভিমুখ পরিবর্তন করেছে। মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলের ৩৯০ কিমি দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৫১০ কিমি ও পুরী থেকে ৫৮০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’। গত ছয় ঘণ্টায় ১২ কিমি/ঘণ্টা গতিবেগে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম বরাবর এগোচ্ছে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল দিক পরিবর্তন করে অন্ধ্র থেকে ওড়িশার দিকে অভিমুখ ফেরাতে পারে ঘূর্ণিঝড় অশনি। তবে ওড়িশা উপকূলের দিকে বাঁক নিয়ে আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিক্ষয় করতে পারে অশনি। শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি এমনই মনে করা হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে আগামীকাল পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বলে জানা গিয়েছে। ১৩ মে অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।