নিজস্ব প্রতিনিধি -প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রদ্রোহ আইনটি পুনঃপরীক্ষা ও পুনর্বিবেচনা করতে বলেছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু সোমবার একথা বলেছেন।তিনি বলেন,প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহ আইনটি অপসারণের আহ্বান জানিয়েছেন,আইনমন্ত্রী যোগ করে বলেন,“সরকার স্টেকহোল্ডারদের মতামতকে যথাযথভাবে বিবেচনা করবে এবং রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইনটি পুনঃপরীক্ষা ও পুনর্বিবেচনার সময় জাতির সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার কথা নিশ্চিত করবে”।নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টকে রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা এবং পুনরায় পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলার কয়েক ঘন্টা পরে রিজিজুর এই বিবৃতি এসেছে।