নিজস্ব প্রতিনিধি -শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন রাজনীতিবিদদের বাড়িতে সরকার বিরোধী বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে, এবং তারা দাবি করেছে যে গ্যালে ফোর্স বিক্ষোভকারীদের উপর হামলার পিছনে তাদের হাত ছিল,স্থানীয় মিডিয়া একথা সোমবার জানিয়েছে।প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর মাহিন্দা রাজাপাকসেকে সমর্থনকারী জনতা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আক্রমণ করার পরে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে শ্রীলঙ্কায় সহিংসতা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রের এক ভিডিওর মধ্যেমে দেখা যায়, বিক্ষোভকারীরা ক্ষমতাসীন এমপি সনাথ নিশান্তের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে।সেই শেয়ার করা ভিডিওতে দেখা গেছে তার বাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।আরেকটি ভিডিওতে দেখা গেছে শ্রীলঙ্কার পডুজানা পেরামুনা (SLPP) রাজনীতিবিদদের বাড়ি ও তাদের যানবাহন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছে।