নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার রাস্তায় জল জমার ঘটনা নতুন নয়। মাঝারি বৃষ্টি হলেই জল জমে শহরের একাধিক জায়গায়। আর ভারী বৃষ্টি হলে তো কথাই নেই! সাইক্লোন অশনির সতর্কতা জারি হওয়ার পর থেকেই নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার নজির যেহেতু শহরে রয়েছে, তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। বৃষ্টি হলেই যাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে।