বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ গতি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি'। 'অশনি' বিপর্যয় মোকাবেলায় জোর প্রস্তুতি শুরু করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় 'অশনি'র জেরে আজ সকাল থেকেই কলকাতা,হাওড়া, হুগলি, নদীয়া সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বাঁকুড়া জেলায় ঝড়ের পূর্বাভাষ না থাকলেও সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টি হলে বাঁকুড়া জেলাতেও তৈরি হতে পারে বিপর্যয়ের মত পরিস্থিতি। আর সেকথা চিন্তা করেই আগাম তৈরি রাখা হচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। প্রশাসন সূত্রে খবর, বাঁকুড়া জেলার ৩ টি মহকুমায় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ৩ টি দলকে তৈরি থাকতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছেন। গাছ কাটা করাত থেকে শুরু করে স্পিড বোট সহ উদ্ধারকাজের জন্য ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম ঠিকমত কাজ করছে কিনা তা পরীক্ষা করে নিচ্ছেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা। 'অশনি'র বিপর্যয় মোকাবেলার জন্য তারা সবরকম ভাবে প্রস্তুত বলে জানিয়েছেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা। জেলা প্রশাসনও এই বিপর্যয় মোকাবেলায় সবরকম ভাবে তৈরি বলে জানিয়েছেন রাজ্যের খাদ্য সরবারাহ মন্ত্রী জ্যোৎস্না মান্ডি।