নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমানঃ পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর স্টেশন রোডে স্থিত ভারতীয় খাদ্য নিগম বা এফসিআই গোডাউনে আজ সোমবার দুপুরে স্থানীয় ট্রাক চালকেরা গোডাউনের মুখ্য গেটের সামনে বিক্ষোভ দেখায়। ট্রাক চালকদের দাবি, গোডাউন থেকে খাদ্যশস্য তারাই লোডিং করবে। কিন্তু এফসিআই এর লোডিং এবং আন লোডিং এর কন্ট্রাক্টর বাইরের গাড়ি দিয়ে কাজ করছে বলে অভিযোগ। সেই কারণে আজ স্থানীয় প্রায় পঞ্চাশ জনের বেশি ট্রাক চালকরা বিক্ষোভ দেখায়। খবর দেওয়া হয় তাদের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়াকে। খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের শ্রমীক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া উপস্থিত হন নিয়ামতপুর এফসিআই গোডাউনে।সেখানে তিনি ট্রাক চালকদের সঙ্গে কথা বলেন। পরে ফোনের মাধ্যমে কন্ট্রাক্টরের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করেন । এই বিষয়ে তিনি জানান, স্থানীয় ট্রাক চালক ছাড়া অন্য কোনও ট্রাক চালক মাল লোডিং করতে পারবে না।