আসানসোল, নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে আসানসোল পুরনিগম ও আসানসোলের কয়েকটি সেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। আসানসোল পুরসভা ও আসানসোল চিত্রা থেকে ২ টি বর্ণাঢ্য প্রভাতফেরি এসে মিলিত হয় রবীন্দ্র ভবনের সামনে। সেখানে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়, উপ মহানাগরিক অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক ও আসানসোল পুরনিগমের কাউন্সিলররা। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোলের আপামর রবীন্দ্র প্রেমী মানুষ। এদিন আসানসোল রবীন্দ্র ভবনে ১০০ জন শিল্পী মিলে রবীন্দ্র সঙ্গীত পরিবেষণ করেন। এছাড়াও এদিন রবীন্দ্রনাথের চিত্র ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়।