নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা জুড়ে চলছে প্রশাসনের তরফে রেস্কিউ মহড়া। আসন্ন অশনি ঝড় মোকাবেলায় এই মহড়া বলে জানা গিয়েছে। আম্ফান, ইয়াস ঝড়ের অভিজ্ঞতা সঞ্চার করে আগাম এই উদ্যোগ প্রশাসনের। গঠন করা হয়েছে বেশকিছু কুইক রেসপন্স টিম। এই টিমের হাতে তুলে দেওয়া হয়েছে কাঠ কাটার করাত মেশিন, কুঠার, কাতান ইত্যাদি। এডিএম এর নেতৃত্বে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়ে দিঘা বর্ডারের কাছে এই মহড়ার সূচনা করা হয়। ঝড়ের সময় আপত্কালীন গাছ পড়লে কিভাবে কাটতে হবে, সরাতে হবে সবই এই মহড়ায় দেখানো হয়েছে। দীঘা ছাড়াও এইদিন তাজপুর, মন্দারমনি, খেজুরিতে মহড়ার আয়োজন করা হয়। খেজুরিতে উপকূলবর্তী গ্রাম, সমুদ্র বাঁধ ও নদী বাঁধ পরিদর্শন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে বিভিন্ন আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এই সম্বন্ধে অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন, "আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি রয়েছি"।