চাকদহে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

author-image
Harmeet
New Update
চাকদহে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

নিজস্ব সংবাদদাতাঃ  ফের গুলি চলল রাজ্যে। এবার নদিয়ার চাকদহ। রবিবার সন্ধ্যায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম নারায়ণ দে। চাকদহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। কে বা কারা এই গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। অভিযোগ, এদিন সন্ধ্যায় নারায়ণ দে তাঁর বাড়ির পাশের একটি বাগান বাড়িতে বসেছিলেন। সেই সময় গুলি চালানো হয়। নারায়ণ দে’র বাড়ি চাকদহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। গুলির খবর জানাজানি হতেই ছুটে আসেন এলাকার অন্যান্য তৃণমূল কর্মীরা। তাঁরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। নারায়ণের গলায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে।