নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হল বাঁকুড়ায়

author-image
Harmeet
New Update
নারী সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হল বাঁকুড়ায়

বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ নারী নির্যাতন থেকে রক্ষা পাবার মূল অস্ত্র আত্মরক্ষার কৌশল জানা। এবার আত্মরক্ষার কৌশল শেখাতে বাঁকুড়ায় একই দিনে পৃথক পৃথক শিবির করলো বাম ছাত্র মহিলা সংগঠন এবং রাজ্যের স্কুল গেমস ও স্পোর্টস কাউন্সিল। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের থেকে রক্ষা পেতে মহিলাদের আত্মরক্ষার কৌশল রপ্ত করানোকেই মূল অস্ত্র হিসাবে দেখছে বিরোধী থেকে শাসক শিবির। নদীয়ার হাঁসখালি থেকে শুরু করে মুর্শিদাবাদের বহরমপুর সাম্প্রতিক একের পর এক নারী নির্যাতন ও নারীর ওপর হামলার ঘটনায় রীতিমত উদ্বেগ ছড়িয়েছে রাজ্যে। অনেক সময় স্কুল, কলেজ, টিউশন যাওয়ার পথে আক্রান্ত হচ্ছে ছাত্রীরা। এরফলে ছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকের মধ্যেই আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বহুক্ষেত্রে পুলিশ প্রশাসনের ওপরেও ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী নির্যাতন রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে আত্মরক্ষার কৌশল। সেই কৌশল শেখাতেই এবার বাঁকুড়ায় তৎপর হল বাম ছাত্র সংগঠন এসএফআই ও মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি। নারী নির্যাতন রোধে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে এদিন অনিলা দেবী ভবনে এসএফআই ও গনতান্ত্রিক মহিলা সমিতি যৌথ ভাবে শুরু করল মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণ শিবির। পুলিশ বা প্রশাসনের ভরসায় না থেকে পথে ঘাটে হঠাৎ আক্রান্ত হলে মহিলারা আক্রমনকারীর থেকে নিজেকে কিভাবে রক্ষা করবে তার কৌশল শেখানো হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরে। শুধু বাম ছাত্র সংগঠনই নয়, পাশাপাশি একই দিনে একই উদ্যেশ্যে রাজ্যের স্কুল গেমস ও স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বাঁকুড়া স্টেডিয়ামে শুরু হল জুডো প্রশিক্ষণ শিবির। এই শিবিরের উদ্বোধনে এসে বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতন রোধে আত্মরক্ষার কলা কৌশলের ভূমিকার কথাই শোনালেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। তবে তাদের দাবি পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। কিন্তু তার পাশাপাশি আত্মরক্ষার কলাকৌশল শিখে রাখাও বেশ জরুরি বলেও মনে করছেন তারা। আত্মরক্ষার কৌশল শেখার সুযোগ পেয়ে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে বাঁকুড়া শহরের ছাত্রী থেকে শুরু করে নতুন প্রজন্মের কিশোরীরা।