নিজস্ব সংবাদদাতাঃ যৌন আচরণ সংক্রান্ত একটি বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্রে প্রকাশিত প্রায় ২৬ হাজার মানুষের উপর করা গবেষণা বলছে, এক জন প্রাপ্তবয়স্ক মানুষ বছরে প্রায় ৫৪ বার শারীরিক সঙ্গমে লিপ্ত হন। অর্থাৎ, সপ্তাহে গড়ে এক বার। গবেষণাটি এও জানাচ্ছে যে, বিবাহিত পুরুষ ও নারীরা সঙ্গমে লিপ্ত হন বছরে ৫১ বার।
নিজস্ব সংবাদদাতা: সঙ্গমের মজা বৃদ্ধি করতে চান? তাহলে শুরু থেকেই সঙ্গমের ডিসার্টে চলে যাবেন না। শুরু করুন স্টার্টার দিয়ে। স্টার্টারে চুম্বন এবং সঙ্গে সঙ্গিনীর স্তনের সঙ্গে খেলুন। নারীদের ক্ষেত্রে প্যান্টের ওপর দিয়ে পুরুষের লিঙ্গে হাত বোলান। তারপরে আসুন মেইন কোর্সে। সেখানে সঙ্গমের মাত্রা ধীরে ধীরে শুরু করে শেষ করুন গায়ের জোড় দিয়ে। বেশ কয়েকটি পজিশন ট্রাই করেন। সবশেষে ডিসার্টে পুরুষের বীর্য মুখে নিয়ে তার সঙ্গে চুম্বনে মাতুন। আলতো আঁচে সঙ্গমকে রসিয়ে রসিয়ে মধুর হতে দিন।