তালাবন্ধ করে রাখা হল পড়ুয়াদের, কীসের শাস্তি?

author-image
Harmeet
New Update
তালাবন্ধ করে রাখা হল পড়ুয়াদের, কীসের শাস্তি?

নিজস্ব সংবাদদাতা : ফি দিতে না পারায় স্কুলে তালাবন্ধ করে রাখা হল পড়ুয়াদের। প্রায় ৩৫ জন পড়ুয়াকে এভাবে বন্দি করে রাখার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাস্থল রায়বরেলী। এই ঘটনায় অভিযুক্ত হার্টম্যান স্কুলের অভিভাবকদের সংগঠন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। ছুটির সময় যখন অভিভাবকরা তাদের বাচ্চাদের নিতে আসেন, তখন তারা বুঝতে পারেন যে বাচ্চাদের একটি ঘরে আটকে করে রাখা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বাচ্চাদের যেতে দিতে না চাইলে অভিভাবকরা পুলিশে খবর দেয়।