নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার পাদ্দার ভিল সোহালের কাছে চেনাব নদীতে আটকে পড়া দুই যুবককে উদ্ধার করতে যে সাহসী পদক্ষেপ নিয়েছে সেনা তা প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি একটি উদ্ধার অভিযান চালিয়েছে, যা সাহসিকতার পরিচয়বাহী। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিজ্যুয়ালে দেখা যাচ্ছে যে সৈন্যরা দুজনকে উদ্ধার করতে নদীর ওপরে র্যাপেলিং করছে। একেই রাতের অন্ধকার, তার ওপর খরস্রোতা নদীর জলস্তর দ্রুত গতিতে বাড়তে থাকায় কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান ঝাঁপিয়ে পড়েছেন সেনারা তা না দেখলে হয়তো বিশ্বাস করা যেত না। এদিকে আটকে পড়া যুবকদের আংশিকভাবে নিমজ্জিত জেসিবির উপরে বসে থাকতে দেখা যায়। প্রাচ ৫ ঘণ্টা ধরে চলে উদ্ধারকার্য।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় পাদ্দার এলাকার প্রত্যন্ত শোল গ্রামে তাদের জেসিবিতে (আর্থ-মুভার) নদী পার হওয়ার চেষ্টা করার সময় সুনীল এবং বাবলু নামে দুই যুবক নদীতে আটকে পড়ে। জলের স্তর ক্রমাগত বাড়তে থাকায় দুই যুবক গাড়ির ছাদে বসতে বাধ্য হয়।