'বিধবা মানেই সে কেঁদে বেড়াবে', ট্রোলের জবাব নিতুর

author-image
Harmeet
New Update
'বিধবা মানেই সে কেঁদে বেড়াবে', ট্রোলের জবাব নিতুর


নিজস্ব সংবাদদাতাঃ স্বামী ঋষি কাপুরের মৃত্যুর পর থেকেই ট্রোলের শিকার হচ্ছেন নিতু কাপুর। সম্প্রতি ছেলে-বৌমাকে নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন নিতু সিং। বিচারক হিসেবে যোগ দিয়েছেন রিয়ালিটি শো’র মঞ্চে। তবে ট্রোল তাঁর সঙ্গ ছাড়েনি। বরং দ্বিগুণ হয়ে ফিরে এসেছে নিতুর কাছে। ঋষি কাপুরের অবর্তমানে কী করে ‘ভাল’ আছেন নিতু– এই প্রশ্নের সম্মুখীনই বারেবারে হতে হচ্ছে তাঁকে। এবারে এই নিয়ে প্রতিবাদে সরব নিতু। তিনি জানিয়েছেন, 'কিছু মানুষের ধারণাই বিধবা মানেই সে কেঁদে বেড়াবে।'