নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রনের নয়া প্রজাতির খোঁজ মিলল নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে মিলল ওমিক্রন বিএ.৫ প্রজাতির খোঁজ। এই প্রজাতির দ্বারা আক্রান্তের এটিই প্রথম ঘটনা নিউজিল্যান্ডে। রবিবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। আক্রান্ত ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে ভ্রমণ করতে এসেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। উল্লেখ্য, চলতি সপ্তাহে নিউজিল্যান্ডে মোট ১২,৩৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন।