অশনি সতর্কতায় প্রশাসনের সতর্কবার্তা, খোলা হল কন্ট্রোল রুম

author-image
Harmeet
New Update
অশনি সতর্কতায় প্রশাসনের সতর্কবার্তা, খোলা হল কন্ট্রোল রুম

নিজস্ব সংবাদদাতাঃ উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'অশনি'। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিমি দূরে রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনের তরফ থেকে লাগাতার প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মাইকে করে প্রচার চালাচ্ছে প্রশাসন। হেড কোয়ার্টার ও প্রত্যেক মহকুমার খোলা হচ্ছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে ৫ এমার্জেন্সি রেসপন্স টিম। যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনীকে।