নিজস্ব সংবাদদাতাঃ বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম। ডিওয়াইএফআই কর্মির মৃত্যুর তদন্ত নিয়ে মহম্মদ সেলিমের নিশানায় রাজ্য পুলিশ। তিনি পুলিশের বদলে বিদেশি কুকুরকে ট্রেনিং দিয়ে পোষার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, 'পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? কয়েকটা কুকুর পুষলেই তো হয়।' গত ৩০ মার্চ বিষ্ণুপুরে খুন হন এক ডিওয়াইএফআই কর্মী। এই ঘটনার ৩৮ দিন কেটে যাওয়ার পরেও গ্রেফতার হয়নি।