রক্ষণাবেক্ষণে কোটি টাকার বকেয়া, সরকারি বাসের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

author-image
Harmeet
New Update
রক্ষণাবেক্ষণে কোটি টাকার বকেয়া, সরকারি বাসের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন


নিজস্ব সংবাদদাতাঃ ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে রাস্তায় সরকারি বাসের সংখ্যা এমনিতেই কমতে শুরু করেছে। এ বার রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ না মেলায় ওই সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা। একাধিক সরকারি পরিবহণ নিগমের বাস পরিচ্ছন্ন রাখা-সহ জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত বিভিন্ন বেসরকারি সংস্থার বকেয়া কোটি টাকা ছাড়িয়ে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি এমনই যে, ইঞ্জিন এবং গাড়ির ব্রেক রক্ষণাবেক্ষণের মতো অতি জরুরি কাজেও অর্থের সংস্থান নেই। যার ফলে একাধিক বেসরকারি সংস্থা কাজ বন্ধের কথা জানিয়েছে। এই সঙ্কট চলতে থাকলে সরকারি বাসের সংখ্যা তলানিতে ঠেকতে পারে।