নিজস্ব সংবাদদাতাঃ ‘অশনির’ অশনি সংকেতে গত কয়েকদিন ধরেই প্রমাদ গুনতে শুরু করেছে বাংলার মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার থেকে বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। বিশেষত উপকূলবর্তী জেলাগুলোর ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দল। বিশেষ নজর দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে। কন্ট্রোল রুম চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার সকাল থেকেই ইন্টিগ্রেটেড কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। শনিবার ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব ঠেকাতে মুখ্যসচিবের সঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরের বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। একইসঙ্গে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে লাগাতার মাইকিং করতে বলা হয়েছে মূলত উপকূলবর্তী এলাকাগুলোতে বসবাসকারী মানুষদের জন্য। পাশাপাশি কোনও মৎস্যজীবী যাতে এই সময় সমুদ্রে মাছ ধরতে না যায় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। উদ্ধারকাজের সমস্ত রকম প্ল্যান তৈরি করে রাখারও নির্দেশ এসেছে। পাশাপাশি সুন্দরবনের অঞ্চলে সাইক্লোন শেল্টারগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।