'ভাতটা ফুটেছে কিনা একটু টেস্ট করুন', কর্মীদের বার্তা মানস রঞ্জন ভুঁইয়ার

author-image
Harmeet
New Update
'ভাতটা ফুটেছে কিনা একটু টেস্ট করুন', কর্মীদের বার্তা মানস রঞ্জন ভুঁইয়ার

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ  আগামী ১০/১১ মে মেদিনীপুরে একাধিক কর্মসূচী নিয়ে সফরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, ১০ মে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি এবং ১১ মে মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে বুথ স্তর থেকে পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতৃত্বদের নিয়ে দলীয় বৈঠক করবেন তৃণমূল নেত্রী। তার আগে ইতিমধ্যেই কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। শনিবার দলনেত্রীর দলীয় বৈঠককে সামনে রেখে মেদিনীপুরের জেলা পরিষদ হলে প্রস্তুতি বৈঠকও সেরে নিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা পরিষদ হলে প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ মানস ভূঁইয়া। বুথ ও পঞ্চায়েত স্তরের দলীয় নেতৃত্বদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলীয় কর্মসূচি শুরু করে দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, "আর ৬ মাস বাদে পঞ্চায়েত নির্বাচন, তার আগে একটু টেস্ট করে দেখে নিন, ভাতটা ফুটেছে কিনা? পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা একটু দেখুন ভাতটা ফুটেছে কিনা? তিনি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সেকেন্ড চিফ হুইপ অমিত শাহকে কটাক্ষ করে সভামঞ্চ থেকে বলেন, "কাশিপুরে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন, ঘটনার সিবিআই তদন্ত হবে। আবার তিনিই মিটিংয়ে বলছেন, মমতা ব্যানার্জীর মতো পরিশ্রম করুন, সিবিআই আর ৩৫৬ ধারা করে ক্ষমতায় আসা যাবেনা।"