নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য এলাকায়। এদিন সকাল ৯টা নাগাদ গ্রামের লোক একটি বিশালাকৃতির জন্তুকে দেখতে পায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রামপঞ্চায়েতের শুয়াবাসা গ্রামে। এদিন সকালে অরুন আহির ও তার নাতি সূর্য আহির জমিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওই জন্তুটিকে গ্রামের পাশের একটি পুকুরের দিকে যেতে দেখেন। চিৎকার করতেই গ্রামের লোকেরা লাঠি নিয়ে বেরিয়ে আসে। ততক্ষনে অজানা জন্তুটি পুকুরের জল খেয়ে পাশের জঙ্গলে চলে যায়। তবে অরুন আহির গ্রামবাসীদের জানান, এটি পূর্ণবয়স্ক নেকড়ে। দিনেদুপুরে এরকম জন্তু বাড়ির সামনে দেখা যেতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।