মৃতদেহ সৎকার করে ফেরার পথে পুকুরে ডুবল গাড়ি, মৃত একাধিক

author-image
Harmeet
New Update
মৃতদেহ সৎকার করে ফেরার পথে পুকুরে ডুবল গাড়ি, মৃত একাধিক

দাসপুর, নিজস্ব প্রতিনিধিঃ আত্মীয়ের বাড়ি থেকে মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে ৮ জন যাত্রী সমেত পুকুরে ডুবল গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় ৬ জন। স্থানীয়রা দ্রুত জলে নেমে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ঘাটাল মহকুমা হাসপাতালে। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার কামালপুরে। জানা গিয়েছে, কলকাতার বেলিয়াঘাটার বাসিন্দা নিমাই মালিক মাসির মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবারের ৭ সদস্যকে নিয়ে এসেছিলেন দাসপুরের কামালপুরের বাগবেরা গ্রামে। মাসির মৃতদেহ সৎকার করে বিকেল নাগাদ নিজেদের প্রাইভেট গাড়িতে করে বাড়ি ফেরার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামেরই একটি পুকুরে গিয়ে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে জলে নেমে উদ্ধারকাজ শুরু করে। ডুবন্ত অবস্থায় গাড়ি থেকে ৮ জনকেই বার করতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় নিমাই মালিকের। বাকি ৭ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। সেখানে ঝুমা কোটাল (৩২) নামের আরও একজন আত্মীয়ের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ।