৮৮ বছর পর বিহারের কোসি -মিথিলার ট্রেন পরিষেবা চালু

author-image
Harmeet
New Update
৮৮ বছর পর বিহারের কোসি -মিথিলার ট্রেন পরিষেবা চালু

নিজস্ব প্রতিনিধি -রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার কার্যত নতুন দিল্লি থেকে ঝাঁঝাড়পুর (মধুবনি জেলা) এবং নির্মালির (সুপল) মধ্যে একটি যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করেছেন।সেই সঙ্গে,কোসি এবং মিথিলাঞ্চলের মধ্যে ট্রেন পরিষেবা যা ১৯৩৪ সালে ৮.০ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্পের কারণে বন্ধ হয়ে গিয়েছিল,৮৮ বছর পর সেই পরিষেবাও আজ আবার চালু হল।মন্ত্রী তার অনলাইন উদ্বোধনী ভাষণে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং তিনি রেলের উন্নয়নে বিহারকে সব ধরনের সহায়তার জন্যও আশ্বাস দেন।