অবশেষে ডেবরার ব্রাহ্মনশাষনের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর

author-image
Harmeet
New Update
অবশেষে ডেবরার ব্রাহ্মনশাষনের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর

ডেবরা, নিজস্ব প্রতিনিধিঃ কদিন আগেই ডেবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীরের বিরুদ্ধে চাকরির নাম করে বাড়িতে কাজ করানোর অভিযোগ তুলেছিল ডেবরার ব্রাহ্মনশাষন এলাকার এক তরুনী। যা নিয়ে শোরগোল পড়েছিল ডেবরায়। যদিও সেই সময় মুখ খুলতে নারাজ ছিলেন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। শনিবার মেদিনীপুর শহরে একটি দলীয় মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি বলেন, "ওই তরুনীকে কোনও রকম আয়ার কাজ করানো হয়নি। ও অফিসিয়াল চিঠিপত্র রিসিভ করা, মেসেজ রিসিভ করা সহ বাড়িতে অফিসিয়াল কাজ করতো। ওর পুলিশের কাজ করার ইচ্ছা ছিল। তাই ও চলে এসেছে। আর কিছু লোক এবং বিজেপি এটাকে নিয়ে চক্রান্ত চালিয়েছে"। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ উঠেছে তা প্রমাণ হবে।