নিজস্ব সংবাদদাতাঃ টোল ট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হল দিত্বীয় হুগলি সেতুতে। টোল প্লাজার সামনে গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখায় গাড়ির চালকরা। গাড়ির চালকদের অভিযোগ, ২ বার করে তাদের টোল ট্যাক্স কাটা হয়েছে। ৪ মে থেকে নগদের পাশাপাশি ফাস্ট্যাগের মাধ্যমেও তাদের টোল ট্যাক্স কাটা হচ্ছে বলে অভিযোগ চালকদের। এক যাত্রায় ২ বার করে টোল ট্যাক্স দিতে হওয়ায় ক্ষোভ উগড়ে দেন চালকরা। পরবর্তীতে শিবপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টোল প্লাজার তরফে চালকদের বাড়তি টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যা বলে জানিয়েছে টোল প্লাজা কর্তৃপক্ষ।