জলের তোড়ে ভেঙে গেল বাঁশের সাঁকো, দুর্ভোগে যাত্রীরা

author-image
Harmeet
New Update
জলের তোড়ে ভেঙে গেল বাঁশের সাঁকো, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ কংসাবতী জলাধার থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর সেই জলে কার্যত বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরে। জলের তোড়ে ভেঙে গেল কংসাবতী নদীর উপর থাকা বাঁশের সাঁকো। বেশকিছু সাঁকোর উপরে উঠে গিয়েছে জল। সেগুলোতেও যাতায়াত বন্ধ রেখেছে সাঁকোর মালিক। মেদিনীপুর সদর ব্লকের কনকাবতীতে দুই জেলার সংযোগস্থলে একটি বাঁশের সাঁকো রয়েছে। শুক্রবার সেই সাঁকো জলের তোড়ে ভেঙে গিয়েছে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই সাঁকো দিয়ে ঝাড়গ্রামের খালশিউলি, মানিকপাড়া থেকে কম সময়ে এবং কম দূরত্বে মেদিনীপুর শহরে পৌঁছানো যায়। সাঁকো ভাঙার খবর না পেয়ে অনেককে নদীর ঘাট থেকে ফিরে যেতে হয়েছে। কেউ ফিরেছেন দূর দিয়ে মেদিনীপুর শহরে। সাঁকোর টেন্ডার নেওয়া ব্যক্তি জানিয়েছেন, হঠাৎ ছাড়া জলে সাঁকো ভেঙে যাওয়ায় যাতায়াতে সমস্যা হয়েছে। শনিবার থেকে নৌকা চালানো হবে।