নিজস্ব সংবাদদাতাঃ করোনা লকডাউন চলাকালীন নিজের বাড়িতে পার্টি করার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। প্রকাশ্যে ক্ষমাও চাইতে হয়েছিল তাঁকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন ইউক্রেনে হাজির হয়ে নজর কেড়েছিলেন তিনি। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্টিকে বড় ধাক্কার মুখোমুখি হতে হল। শক্ত গড় হিসেবে পরিচিত লন্ডনের স্থানীয় নির্বাচনে ব্যাপক পরাজয়ের মুখোমুখি হয়েছে বরিস জনসনের কনজার্ভেটিভ পার্টি। শুক্রবার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রকাশিত প্রবণতা থেকে দেখা গিয়েছে বরিসের সরকারের ওপর একের পর এক কেলেঙ্কারির যে অভিযোগ উঠেছিল, ভোটবাক্সে লন্ডনের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। লন্ডনে নিজেদের শক্ত গড় ওয়ান্ডসওয়ার্থে জনসনের দল ক্ষমতাচ্যুত হওয়ার পথে। কাউন্সিলের ৫৩ টি আসনে পরাজিত হয়েছে বরিসের কনজার্ভেটিভ পার্টি। চার দেশের সম্মিলিত ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় অনেকাংশে বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের মনে ক্ষোভ ছিল, সেই কারণে শাসকদলের বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন।