নিজস্ব সংবাদদাতাঃ কাশীপুরকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়াকে খুন করা হয়েছে। এবার এই নিয়ে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন, 'অমিত শাহ কি রাজনৈতিক জ্যোতিষী? তিনি কী করে বুঝলেন এটা রাজনৈতিক খুন? কাশীপুরের ঘটনা পরিকল্পিত নয় তো? ১ বছর পর মিথ্যে কথার ঝুড়ি নিয়ে এসেছেন তিনি। মৃত্যুর মধ্যে রাজনীতি ঢোকানো হচ্ছে। কোর্টে গেলে যাবেন, বিচার ব্যবস্থার প্রতি আমার শ্রদ্ধা আছে। এবার কী স্বরাষ্ট্রমন্ত্রীকে সাক্ষী হিসেবে দেখতে পাবো? বাংলাকে অকারণে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে।' রাজ্য পুলিশের বিরুদ্ধে দেহ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সে বিষয়ে তৃণমূল নেত্রী বলেন, 'দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ছিনিয়ে নিয়ে যাবে কেন?'