ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ২০২৩ সালেই মুক্ত বাণিজ্য চুক্তি করবে ভারত!

author-image
Harmeet
New Update
ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ২০২৩ সালেই মুক্ত বাণিজ্য চুক্তি করবে ভারত!

নিজস্ব সংবাদদাতা : আগামী বছরের মধ্যেই ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে আবদ্ধ হবে বলে আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। তিনি আরও জানান, যুক্তরাজ্যের সঙ্গে ইতিমধ্যে তিন দফা আলোচনা হয়েছে এবং ২৬-২৭ মে চতুর্থ রাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি এফটিএ বৃদ্ধিকে ধাক্কা দেবে এবং আরও কর্মসংস্থান তৈরি করবে। ভারত ন্যায্য, ন্যায়সঙ্গত এবং জয়-জিত অংশীদারিত্বের সন্ধান করছে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।