নিজস্ব সংবাদদাতা : ফেসবুকের বিভিন্ন ফিচার্সগুলির মধ্যে নিয়ারবাই ফ্রেন্ডস একটি। এর মাধ্যমে আপনি জানতে পারন আপনার অনলাইন ফ্রেন্ডসরা কে, কোন লোকেশনে রয়েছে। সেই মতো চাইলে দেখাও করতে পারেন। কিন্তু বেশিদিন আর এই সুবিধা পাওয়া যাবে না। বড়সড় বদল আসতে চলেছে সোশ্যাল প্ল্যাটফর্মটিতে। জানা যাচ্ছে, নিয়ারবাই ফ্রেন্ডস এবং অন্যান্য অবস্থান-ভিত্তিক পরিষেবাগুলি ৩১ মে থেকে বন্ধ করে দিতে চলেছে ফেসবুক। তবে কী কারণে এমন পদক্ষেপ তা স্পষ্ট নয়।