নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত। সম্প্রতি ইউরোপ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তির পক্ষে সওয়াল করেছিলেন। রাষ্ট্রসংঘে ইউক্রেন সংক্রান্ত বৈঠকে সেই একই কথা বলেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। সেই প্রসঙ্গ উল্লেখ করে ভারতকে আক্রমণ করলেন ব্রিটেনে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত করেল ভান উসতেরম। পাল্টা দিয়েছেন তিরুমূর্তিও। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত টুইট করে বলেন, “ভারতের উচিত ছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভোট দেওয়া।” প্রসঙ্গত, আমেরিকা-সহ বিভিন্ন পশ্চিমী দেশগুলি বারবারই রাশিয়ার নিন্দা করার জন্য ভারতের উপর চাপ তৈরি করেছে। কিন্তু নিরপেক্ষ অবস্থান রেখেই রাষ্ট্রসংঘে বিভিন্ন ক্ষেত্রে ভোট দেয়নি ভারত। উসতেরম আরও বলেছেন, রাষ্ট্রসংঘের সনদের সম্মান রক্ষা করেনি ভারত। উসতেরমের এই বক্তব্যের পাল্টা দিয়ে তিরুমূর্তি টুইট করে বলেন, “মাননীয় রাষ্ট্রদূত, আমদের শিক্ষা দেবেন না। আমরা জানি আমাদের কী করতে হবে।” ভারতের সমালোচনামূলক টুইটটি পরে মুছে দেন উসতেরম।