বিশ্বের সবচেয়ে ছোট গোরুর সন্ধান মিলল

author-image
Harmeet
New Update
বিশ্বের সবচেয়ে ছোট গোরুর সন্ধান মিলল

হাবিবুর রহমান, ঢাকাঃ বিশ্বের সবচেয়ে ছোট গোরুর সন্ধান মিলেছে বাংলাদেশের সাভারের আশুলিয়ার চারিগ্রামের একটি খামারে। মাত্র ২০ ইঞ্চি উচ্চতা এবং ২৬ কেজি ওজনের বক্সার জাতের খর্বাকার এই ছোট গোরুটির নাম রাখা হয়েছে ‘রানী’। ইতিমধ্যে গোরুটির মালিক  রানীকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। তাদের পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গোরুর রেকর্ডে উঠে আসবে বাংলাদেশ।

গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের সর্বশেষ রেকর্ড অনুসারে, ২০১৫ সালে ভারতে কেরালা রাজ্যে মানিক্যাম নামে একটি গোরুর সন্ধান পাওয়া যায়। গোরুটির উচ্চতা ছিল ২৪ ইঞ্চি ও ওজন ছিল ৪০ কেজি। সেটি পৃথিবীর সবচেয়ে ছোট গোরু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের স্বীকৃতি পেয়েছে।  আর বাংলাদেশের রানীর উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন মাত্র ২৬ কেজি।